বানর ও কুমিমের গল্প
অনেক দিন আগের কথা।এক জঙ্গলে একটা বানর বাস করত। বানরটি এক গাছ থেকে অন্য গাছে আনন্দের সাথে ঘুরে বেড়াতো।আর গাছে গাছে ফল খেয়ে বেড়াতো। একদিন নদীর ধারে বানরটি পানি খেতে গিয়ে এক কুমিমের সাথে দেখা।অব শেষে বানরটি কুমিমের সাথে বন্ধুত্ব করে। এই ভাব করে অনেক মাস চলে যায়।একদিন কুমির বানরটি কে বললো বন্ধু তোমার জন্য একটা সু-খবর আছে।বানরটি বলো কি সু-খবর বন্ধু।কুমিরটি বানরকে বললো বন্ধু আমার বউ তোমাকে দেখতে চেয়েছে।বানরটি বললো কি করে দেখা করব। আমি তো সাতার জানি না।কুমিরটি বললো সেই চিন্তা তোমাকে করতে হবে না।বানরটি বলে উঠলো কেনো? কুমিরটি তখন হেসে বলতে লাগলো তুমি সাতার পারো না তাতে কি আমার পিঠে বসে যাবে।তাহলে বানরটি রাজি হয়।
No comments