Header Ads

Header ADS

করোনা ভাইরাসের কারণে বিক্রয় হচ্ছে না লাউ বড় ধরনের ক্ষতির মুখ দেখছেন চাষিরা

মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে এই বছরে শীতকালীন সবজি চাষ করা হয়।আর বেশির ভাগ সবজি ঢাকা,বরিশাল,যাত্রাবাড়ি,সহ বিভিন্ন বড় বড় শহরে বিক্রয় করা হয়।
 তবে বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে  সবজি থেকে শুরু করে সব জিনিসের চাহিদা কমে গেছে।শহরের বেশির ভাগ মানুষ করোনা ভাইরাসের কারনে শহর ছেড়ে গ্রামে চলে এসেছে। তার কারণে সবজির বাজারে বড় ধরনের ধস নেমেছে।
 এতে সব চাইতে বড় লোকসান হচ্ছে চাষিরা। নিজের খেতের সবজি চাষ করে বাজারে বিক্রয় করবে সেটা এখন আর হচ্ছে না।এতে বড়  লোকাসানের দিন গুনছেন চাষিরা।

করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক বাজারে অনেক ক্ষতি হয়েছে।চাষিরা জানায় এই মৌসুমে যে পরিমান লাউ উৎপাদন হয়েছে ভালো বাজার না পাওয়াতে বড় বিপাকে লাউ চাষিরা।


No comments

বাংলাদেশের সোসাল সাইট aimbook থেকে ইনকাম করুন ফ্রিতে,youreadbd.blogspot.com

সবাই কেমন আছেন নিশ্চয় ভাল আছেন।আজ আপনাদের সামনে নতুন একটা সোসাল সাইট নিয়ে আলোচনা করব।আমরা সময় কাটানোর জন্য ফেসবুক ব্যবহার করি।কিন্তু এতে কো...

Theme images by Dizzo. Powered by Blogger.