Header Ads

Header ADS

আপনার হাতের এ্যান্ডরয়েড ফোনটি মৃত্যুর কারণ হতে পারে।

সবাই কেমন আছেন। আজ আপনাদের সামনে নতুন একটা টিপস নিয়ে হাজির হতে যাচ্ছি। হইতো উপরের টাইটেল দেখে বুঝতে পেরেছেন এতোক্ষণ কি বলতে যাচ্ছি।তাহলে দেরি না করে কাজে আসা যাক।
আমরা অনেকে এ্যান্ডরয়েড ফোন ব্যবহার করে থাকি। আপনি কি জানেন আপনার হাতের মোবাইল ফোন টি আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।এটা আবার কেউ বিশ্বাস করতে চাইবে না। বিশ্বাস করেন বা না করেন সেটা নিজের বিষয়।তাহলে জেনে নিতে পারেন এ্যান্ডরেয়ড ফোন ব্যবহার করে কি কি সমস্যা হতে পারে।
১) হাতের আঙ্গুলঃ আমরা যখন মোবাইল ব্যবহার করি সেটা হাতের আঙ্গুল ছাড়া ব্যবহার করা যায় না।আপনি যখন একটানা দুই ঘন্টা বা তিন ঘন্টা মোবাইল ব্যবহার করবেন তখন আপনার আঙ্গুলটির উপর একটু প্রভাব পড়বে।আবার আপনার হাতের আঙ্গুলের সমস্যা হতে পারে।
 ২)চোখঃ চোখ ছাড়া দুনিয়া অন্ধকার। তাই চোখ মানুষের অমুল্য সম্পদ।আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি। তখন চোখের উপর সব চাইতে বেশি প্রভাব পড়ে।কেননা,মোবাইল ফোনের ডিসপ্রিলের দিকে একটানা তাকিয়ে থাকতে। তার জন্য চোখের সমস্যা সব চাইতে বেশি বা এমনো হতে পারে আপনার চোখটি নষ্ট হওয়ার সম্ভাবনা হতে পারে। তাই সেই দিক থেকে সচেতন হতে হবে।
৩)চার্জে দিয়ে ফোন ব্যবহারঃ আমরা অধিকাংশ সময় চার্জে দিয়ে ফোন ব্যবহার করে থাকি যদি ফোনে চার্জ না থাকলে।এই কাজটা কেউ করবেন না।এতে আপনার মোবাইল এবং বেটারির ক্ষতি হয়।আবার দামি ফোন হলে বাস্ট হতে পারে এতে করে আপনার মৃত্যু হতে পারে। তাই এই কাজ থেকে আমাদের সচেতন থাকতে হবে।সামান্য একটা ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে।
৪) মাথার কাছে মোবাইর রাখাঃ আমরা যখন ঘুমাতে যায়  তখন কেউ হেড ফোন দিয়ে গান শুনেন বা নাটক দেখেন। কখন যে ঘুম চলে আসে সেটা হইতো কেউ জানে না।তখর মোবাইল ফোনটা মাথার কাছে থেকে যায়। এতে আপনার মাথার সমস্যা দেখা দিতে পারে।তাহলে এখন থেকে মাথার কাছ থেকে আপনার মোবাইল ফোনটি দুই হাত তফাতে রাখুন, যাতে আপনার মাথার সমস্যা না হয়।

৫)মাজায় মোবাইল রাখাঃ আমরা অধিকাংশ মানুষ মোবাইল পোকেটে বা লঙ্গির ভাজে রাখি।যারা লুঙ্গি ব্যবহার করেন তারা এই সমস্যায় পড়বে। তাদের মাজা কনকন করবে মাজা চিকন হয়ে যাবে। তাই আমাদের উচিত হবে মোবাইল ফোন হাতে রাখা মাজায় রাখা না হয়।

অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে আপনার দেহেরর সমস্যা দেখা দিতে পারে।আমাদের লেখাটি যদি ভাল লাগে তাহলে নিশ্চয় শেয়ার করতে ভুলবেন না।যাতে সবাই জেনে তাদের উপকার হয়।সবাই কে পড়ার জন্য ধন্যবাদ।

No comments

বাংলাদেশের সোসাল সাইট aimbook থেকে ইনকাম করুন ফ্রিতে,youreadbd.blogspot.com

সবাই কেমন আছেন নিশ্চয় ভাল আছেন।আজ আপনাদের সামনে নতুন একটা সোসাল সাইট নিয়ে আলোচনা করব।আমরা সময় কাটানোর জন্য ফেসবুক ব্যবহার করি।কিন্তু এতে কো...

Theme images by Dizzo. Powered by Blogger.