Header Ads

Header ADS

কি করে গুগল ম্যাপে ছবি ছাড়বেন,

সবাই কেমন, নিশ্চয় ভালো আছেন।। অনেক দিন পর আবার আপনাদের সামনে নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি।আমরা অনেকে গুগল ম্যাপ ব্যবহার করি।অনেকে ছবি ছাড়ার চিন্তা করে, কিন্তু কি করে ছবি ছাড়তে হয় অনেকে জানে না।তাহলে আজগের টিপসটি তাদের জন্য। তাহলে দেরি না করে ভালো করে টিউনটি পড়েন।
 আমরা দৈনিক গুগল ম্যাপে কোন না কোন স্থানের ছবি দেখি।যদি নিজে গুগলে ছবি ছাড়ার পর অনেকে সেটা দেখতে চাই। তাহলে নিজের কতটা ভাল লাগবে তাই না।তাহলে আপনিও পারবেন গুগল ম্যাপে ছবি ছাড়তে। তাহলে নিচের স্টিপ গুলো অনুসরন করতে থাকেন।
 প্রথমে গুগল ম্যাপে যাবেন। তার পর Add a missing place যাবেন। তার পর একটা পাতা আসবে সেটা পুরন করবেন।দ্বিতীয় পাটে যে ছবি টা দেখতে পাবেন সেটা প্রথমে নাম দিবেন। তারপর ছবিটা কোথায় থেকে তুলা হয়েছে সেটা লোকেশন দিবেন।তার পর mark location on map মার্ক করে ট্যাব করে ধরবেন। তার পর ছবিটা কোন কেটাগরি সেটা দিবেন।তারপর নিচে চলে যাবেন। সেখানে ফোট দেওয়ার অপশন পাবেন। তারপর ছবি সিলেক্ট করবেন। এবার next করে আপলোড করবেন।

যদি ভালো লেগে থাকলে পোস্টি শেয়ার করতে ভুলবেন না।

No comments

বাংলাদেশের সোসাল সাইট aimbook থেকে ইনকাম করুন ফ্রিতে,youreadbd.blogspot.com

সবাই কেমন আছেন নিশ্চয় ভাল আছেন।আজ আপনাদের সামনে নতুন একটা সোসাল সাইট নিয়ে আলোচনা করব।আমরা সময় কাটানোর জন্য ফেসবুক ব্যবহার করি।কিন্তু এতে কো...

Theme images by Dizzo. Powered by Blogger.