Header Ads

Header ADS

মুজিবনগরে আগাম জাতের কচু চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রামে আগাম জাতের কচু চাষ করে বাম্পার ফলন।
 আগাম
জাতের কচু চাষ করে দ্রুত লাভের মুখ দেখতে যাচ্ছে মহাজনপুর গ্রামের চাষিরা।প্রায় ১ বিঘা জমি এর আগে পিয়াজ চাষ করা হয়।তার ভিতরে কচু লাগিয়ে কৃষক তিনার জমিতে পিয়াজ চাষ করে। এদিকে পেয়াজে তেমন ফলন এবং দাম না পাওয়াতে আগাম জাতের কচু চাষ করে লাভের মুখ দেখতে পারে বলে মনে করেন। কিন্তু চৈত্র মাসের তাপের কারনে অনেক কচু গাছের পাতা রোদের তাপে পুড়িয়ে যাচ্ছে। তবে ঘন ঘন সেচ দিয়েও কচুকে অনেক টা নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন কৃষক।
 বিশ্ব জুড়ে এক মহামারিতে এক বিরাট ভয়াভয়হ রুপ নিয়েছে। এতে কোন সার ব্যবসায় দোকান বন্ধ করে রেখেছে। পুলিসের ভয়ে দোকান খুলতে পারছে না বলে কচুতে সার বিষ দিতে পারছে না।এতে বড় দুষচিন্তায় পড়ে যাচ্ছে অনেক কৃষক।





No comments

বাংলাদেশের সোসাল সাইট aimbook থেকে ইনকাম করুন ফ্রিতে,youreadbd.blogspot.com

সবাই কেমন আছেন নিশ্চয় ভাল আছেন।আজ আপনাদের সামনে নতুন একটা সোসাল সাইট নিয়ে আলোচনা করব।আমরা সময় কাটানোর জন্য ফেসবুক ব্যবহার করি।কিন্তু এতে কো...

Theme images by Dizzo. Powered by Blogger.